‘মৃত্যুর ফয়সালা মহান প্রভুর, তরুণদের নিয়ে যে সংগ্রাম শুরু করেছি, তা চলবে’-নুর

নিজস্ব প্রতিবেদক:

০১৬২৫-৯৯১৫৭৬– এই নাম্বার থেকে ম্যাসেজ দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে। মঙ্গলবার (১৬ জুন) নিজের ফেইসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানান নুরুল হক নুর। এছাড়াও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কয়েকজন নেতাকেও হুমকি দেয়া হয়েছে বলে জানান তিনি।

ম্যাসেজের স্ক্রিনশট
ম্যাসেজের স্ক্রিনশট

নুরুল হক নুর ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘রাত ১.১৮ এবং ১.৩৮- মিনিটে এই নাম্বার থেকে মরার জন্য রেডি হতে হুমকির এই ম্যাসেজ দুটো আসে। সকালে জানতে পারলাম, ম্যাসেজটি শুধু আমাকে নয়, আমার অনেক সহযোদ্ধা, বিশেষ করে বিভিন্ন ইউনিটের নেতাদেরও একই ম্যাসেজ পাঠিয়েছে।

 

নিশ্চয়ই কোন প্রভাবশালী বা ক্ষমতাধর মহলের হুমকি! দুর্বৃত্তায়নের বিদ্যমান রাজনীতির বিপরীতে তরুণদের নেতৃত্বে দেশে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠায় রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছি হয়তো সে কারণে তারা ক্ষুদ্ধ।

ক্ষমতার প্রভাব থাকলে এদেশে সবকিছুই জায়েজ করা যায়। তার ভুরি ভুরি উদাহরণ এদেশে বিরাজমান। হত্যা চেষ্টায় প্রকাশ্যে একাধিকবার হামলার পরও যখন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তখন হুমকির বিষয়ে জিডি করলে কি হবে ? প্রকাশ্যে যারা হুমকি দিয়েছে নিশ্চয়ই তাদের সে ধরণের ব্যাকআপও আছে।

আর যে দেশে প্রধান বিচারপতিই অবিচারের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়, খুনি, সন্ত্রাসীরা রাজনৈতিক প্রভাবে ক্ষমা লাভ করে, সেদেশে এমন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।

তবে হুমকি দাতাদের উদ্দেশ্য বাস্তবতার নিরিখে বলছি, মৃত্যুর ফয়সালা মহান প্রভুর নির্দেশে ওই বিশাল আসমান থেকে আসে। মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণিকেই গ্রহণ করতে হবে। জন্মেছি যখন মরতে হবেই। সুতরাং মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই।

ক্ষমতার অপব্যবহার, লুটপাট, দুর্নীতি-দুঃশাসনের গণবিরোধী দুর্বৃত্তায়নের রাজনীতির বিপরীতে দেশে ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে যে লড়াই-সংগ্রাম শুরু করেছি, সেটা চলবে। কোন হুমকি-ধমকি, হামলা-মামলা সেটা থামাতে পারবে না ইনশাআল্লাহ।’

এমএইচ/বাংলাবার্তা