Friday, July 18, 2025
Homeআন্তর্জাতিকমৃত্যুর কিছুক্ষণ আগে যা লিখেছিলেন সোলাইমানি

মৃত্যুর কিছুক্ষণ আগে যা লিখেছিলেন সোলাইমানি

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের রেভোলিউশনারি গার্ডসের অভিজাত বাহিনী কুদ’স ফোর্সের প্রধান কাসেম সোলেইমানি ইরাকে নিহত হওয়ার আগে অসাধারণ কিছু কথা লিখে গেছেন। নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি কথাগুলো লিখে যান। সোলাইমানি বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ফ্লাইটযোগে বাগদাদে যাওয়ার আগে আধ্যাত্মিক কথাগুলো লিখে যান। আবাসিক কক্ষে তিনি কাগজটি রেখে যান। যেখানে তার একটি প্রার্থনা লেখা ছিল।

জেনারেল সোলাইমানির আধ্যাত্মিক কথাগুলো নিচে তুলে ধরা হল:-
“হে আল্লাহ! আমাকে একা ছেড়ো না
হে আল্লাহ! আমাকে গ্রহণ করো
হে আল্লাহ! আমি তোমার সাথে সাক্ষাৎ পছন্দ করি
সেই একই সাক্ষাৎ যা নবী মূসাকে (আ.) দাঁড়াতে ও শ্বাস নিতে অক্ষম করেছিল
হে আল্লাহ! আমাকে গ্রহণ করো
সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর প্রতি যিনি বিশ্বজগতের প্রভু
হে আল্লাহ! আমাকে বিশুদ্ধরূপে গ্রহণ করো।”

সূত্র: মেহের নিউজ এজেন্সি

গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের অভিজাত কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি। বাগদাদে প্রথম জানাজা শেষে শনিবার তার মরদেহ ইরানে নেয়া হয়। মঙ্গলবার নিজ শহর কারমানে তার দাফন করা হয়। এসময় লাখ লাখ মানুষ জড়ো হয়।

এর একদিন আগে রাজধানী তেহরানে সোলেইমানির শবযাত্রায় লাখ লাখ মানুষ অংশ নেয়। রাস্তা ও ফুটপাতে তিল ধারণের জায়গা ছিল না। এদিন তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে আয়োজিত জানাজার নামাজে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments