দেশে অন্য ধর্মাবলম্বী কমেছে, বেড়েছে মুসলিম

নিজস্ব প্রতিবেদক:
 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস ২০১৯’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশে মোট জনসংখ্যার মধ্যে মুসলিম ৮৮ দশমিক চার শতাংশ, যেটি ২০১৫ সালে ছিল ৮৮ দশমিক দুই শতাংশ। হিন্দুসহ অন্যান্য ধর্মের জনসংখ্যা ১১ দশমিক ছয় শতাংশ, যা ২০১৫ সালে ছিল ১১ দশমিক আট শতাংশ।

 
৩০ জুন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সারাদেশের ২ হাজার ১২টি নমুনা এলাকা থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
 

এমএম/এমএইচ/বাংলাবার্তা