চবি প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে (মুজিববর্ষ) স্বাগত জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আনন্দ মিছিল করেছে শাখা ছাত্রলীগের একাংশ।
রোববার (০২ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্রলীগ নেতা অনুপম রুদ্র ও শাওন চৌধুরীর নেতৃত্বে মিছিলটি বিশ্ববিদ্যালয় রেল স্টেশন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন করে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রলীগের এই অংশটি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত। এর নেতৃত্বে রয়েছেন শাখা ছাত্রলীগের সাবেক উপ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক রকিবুল হাসান দিনার।
এ বিষয়ে শাখা ছাত্রলীগ নেতা রকিবুল হাসান দিনার বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্বাগত জানিয়ে আজকের এই আয়োজন। ক্রমান্বয়ে সারাবছর ব্যাপী বিভিন্ন বর্নিল আয়োজনের মাধ্যমে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য আমরা প্রস্তুত রয়েছি।