যে জীবন অপরের জন্য না সেটি কোন জীবন না; মাদার তেরেসা

আব্দুল হান্নান সাব্বির

আর্ত-মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা। জীবনের উদেশ্য শুধু নিজেকে সুখী করা নয় বরং উদ্দেশ্যে হওয়া উচিত অন্যকে সুখী করা। কথায় আছে পৃথিবীতে দান কিংবা মানবসেবা করে কেউ কখনো গরীব হয়নি, বরং গরীব মানসিকতার মানুষরাই কখনো কারো জন্য কিছু করতে পারেনি।


পৃথিবীতে সেই মানুষগুলোই সবচেয়ে সুখের কাছাকাছি যেতে পেরেছে, যারা নিজেদেরকে আর্তমানবতার সেবায় বিলিয়ে দিতে সক্ষম হয়েছে। নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝেই সবচেয়ে বড় আনন্দ। ‘জীবে দয়া করে যেজন সেজন সেবিছে ঈশ্বর’। এমন একটি প্রবাদ চালু রয়েছে। এখানে জীব যদি মানুষ হয় তবে তো কথাই নেই। মানুষের দুঃখের দিনে তার পাশে থাকার নামই মানবতা। মানুষের কল্যানে নিবেদিত এক প্রাণ ও মানবতার নাম আরশেদুল আলম বাচ্চু ।


বিশ্বব্যাপী মহামারী রুপ ধারণ করা কোভিড-১৯ রোগের কারণে পুরো বিশ্বই এখন কার্যত লকডাউন। এই সময়টায় আমাদের মত উন্নয়নশীল দেশে গরিব ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো জন্যই তিনিই প্রতিদিন বিতরণ করছেন নিত্যপ্রয়োজনীয় জিনিস। চট্টগ্রাম শহরের অলিগলিতে ঘুরছে প্রায় ১০০০কেজি সবজি ভর্তি পাঁচটি ভ্যান। প্রতিটি ভ্যানের পেছনে লেখা আছে ‘ফ্রি সবজি বাজার’। এই কার্যক্রমে ভ্যান গাড়িতে রাখা হয়েছে মিষ্টি কুমড়া, টমেটো, লাউ, বাঁধাকপি ঢেঁড়শ ও আলু । অসচ্ছল ও বিপদগ্রস্ত পরিবারকে প্রয়োজন অনুযায়ী সবজি সরবরাহ করছে ছাত্রলীগের নেতাকর্মীরা।এগুলোর পাশাপাশি রাতের আঁধারে গরিব, মধ্যবিত্ত পরিবারগুলোর দরজায় পৌঁছে দিচ্ছে আলু, তেল, চাউল, ডাল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।

চবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুল হান্নান সাব্বিরের ফেইসবুক ওয়াল থেকে

এসএস/এমএইচ/বাংলাবার্তা