ভোলায় ইউপি সদস্যের ঘরের মেঝে খুঁড়ে সরকারি চাল উদ্ধার


নিজস্ব প্রতিবেদক


এবার ভোলার লালমোহন উপজেলায় ঘরের মেঝের মাটি খুঁড়ে পাওয়া গেছে দরিদ্র জেলেদের জন্য বরাদ্দ করা সরকারি চাল। রবিবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্যের বসতঘর থেকে এসব চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এ পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।


জানা যায়, রবিবার দুপুরে লালমোহনের নাজিরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর টিটিয়া গ্রাম থেকে ইউপি সদস্য জুয়েলের ঘরের মেঝে খুঁড়ে এবং লাকরি রাখার ঘর থেকে ৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।


এর আগের দিন ওই একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিভিন্ন বাড়ি থেকে চোরাইকৃত ১৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। ওই চাল চুরির অভিযোগে ইউপি সদস্য ওমর ফারুক তালুকদারকে একই অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে বদরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জুয়েলের ঘরে মাটি খুঁড়ে পাঁচ বস্তা ও ঘরের পেছন থেকে আরও দুই বস্তা চাল উদ্ধার করা হয়েছে।


এমএম/ এমএইচ/ বাংলাবার্তা