মুন্সীগঞ্জ প্রতিনিধি
ভারতে মসদিজে আগুন,মুসলিম হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জ সিরাজদিখানের এলাকাবাসী।
উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর শনিবার আছরের নামাযের পর লতব্দী ইউনিয়ন ও বালুচর ইউনিয়নের ধর্মপ্রান মুসুল্লিরা ভারতে মসদিজে আগুন মুসলমানদের হত্যা, নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি খাসমহল বালুচর চৌরাস্তা হইতে বালুচর বাজার এলাকায় গিয়ে শেষ হয়