বৃহস্পতিবার চবিতে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন


ক্যাম্পাস প্রতিবেদক

বিগত কয়েক বছর যাবৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের বন-পাহাড় উজাড় করে নির্বিচারে গাছ কাটা হচ্ছে। কাটার পর এসব গাছ রাখা ও পরিবহণের জন্য ব্যবহার করা হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে। শিক্ষার্থীরাও দীর্ঘদিন ধরেই এ ব্যাপারে কথাবার্তা-আলোচনা করলেও সেভাবে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলেনি।

প্রাণ-প্রকৃতি রক্ষার ও অন্যায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চবি শহিদ মিনার চত্বরে মানববন্ধন করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।


সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি ধ্বংসের এই মহাযজ্ঞর অবসান এবং অবৈধভাবে গাছকাটা ও বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে এর পরিবহণের সাথে জড়িত সকলের শাস্তি এবং সর্বোপরি জীববৈচিত্র রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৭ দফা দাবী পেশ ছাড়াও মিছিল এবং উপাচার্য বরাবর স্বারকলিপি পেশ করা হবে।