কতটুকু ভালোবাসা সবাইকে দিতে পেরেছি জানি না
তবে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, পেয়েছি অনেক করুণা।
পিতার ভালোবাসা বুঝতে পারি আর অনুভব করি তারই ভালোবাসা যিনি আমার জনম দুঃখী মা
সহধর্মিনীর ভালোবাসা ঘিরে রাখে মোরে সারাক্ষণ দিয়ে আনন্দ – বেদনা।
জনগণের ভালোবাসা নিরন্তর নীল আকাশের মত ছায়া দিয়ে রাখে মোরে
বন্ধুদের ভালোবাসায় বুক ভরে যায় যেটা অনুভব করি শুধুই অন্তরে।
নেত্রী তোমার ভালোবাসায় আজ গর্বিত আমি ধন্য হয়েছি এ জনমে
আমার ভালোবাসা ছড়িয়ে দিতে চাই যতদিন আছি এ ভুবনে।
সন্তানদের ভালোবাসা আগলে রাখে মোরে জীবনের বাঁকে বাঁকে
বঙ্গবন্ধুকে ভালোবাসি কারণ আদর্শ হিসেবে মানি তাকে।
এতকিছুর পরেও ভালোবাসার কাঙাল আমি আরও ভালোবাসা পেতে চাই
ভালোবাসা দিবসের এ দিনে সকলের কাছে কামনা করি তোমাদের হৃদয়ে মোরে দিও ঠাঁই।