বিশ্বে ৪৮ লাখ মানুষের করোনা জয়

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্বে। এর মধ্যে স্বস্তির খবর হচ্ছে, ৪৮ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। ভ্যাকসিন আবিষ্কারের আগেই সুস্থ হওয়ার হার বেড়ে যাওয়া খুবই ইতিবাচক ব্যাপার।

তবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু থেমে নেই। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৭০ হাজার ৭০৩ জন। আক্রান্ত হয়েছেন ৯০ লাখ ৪৬ হাজারের বেশি।
 
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনার রোগী সনাক্ত হয়। ২৫ সপ্তাহ তথা ১৭৫ দিনের মাথায় আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়ালো। গড় হিসাবে প্রতিদিন প্রায় সাড়ে ৫১ হাজারের বেশি মানুষ শনাক্ত হয়েছেন।
 
আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৪৭ হাজার ৭১৩ জন। মারা গেছেন ১ লাখ ২২ হাজার ১৬৪ জন।
 

এমডি/এমএইচ/বাংলাবার্তা