Thursday, November 13, 2025
Homeআন্তর্জাতিক১ কোটি ছাড়ালো বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা

১ কোটি ছাড়ালো বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক:
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৭৬ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৯৮ হাজার ৯৫৪ জন। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৫৪ লাখ ১৪ হাজার ৬৭৭ জন। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৭৮ হাজার ১৫ জন। মৃত্যু হয়েছে এক লাখ ২৭ হাজার ৯৫২ জনের।
 
আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৮৪ হাজার ২১৪ জন। এর মধ্যে ৫৬ হাজার ১৯৭ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ছয় লাখ ২৭ হাজার ৬৪৬ জন। এর মধ্যে আট হাজার ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৪৮৩ জন। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।
 

এমডি/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments