দেশের মানুষের গড় আয়ু এখন ৭২.৬ বছর

নিজস্ব প্রতিবেদক:
 

সরকারি হিসেবে বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে ১৬ কোটি ৬৫ লাখ। এছাড়া দেশের মানুষের গড় আয়ুও বেড়েছে। ২০১৯ সালের হিসাবে প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২ দশমিক ৬ বছর, যা ২০১৮ সালে ছিল ৭২ দশমিক ৩ বছর। চিকিৎসা ব্যবস্থার উন্নতি, খাদ্য ও পুষ্টি গ্রহণে অগ্রগতির কারণেই মূলত মানুষের প্রত্যাশিত গড় আয়ু বাড়ছে— এমন অভিমত গবেষকদের।

 
৩০ জুন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস ২০১৯’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সারাদেশের ২ হাজার ১২টি নমুনা এলাকা থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
 

এমএম/এমএইচ/বাংলাবার্তা