বর্ণিল আয়োজনে নোবিপ্রবিতে নবীন বরণ

নোবিপ্রবি প্রতিনিধিঃ

বর্ণিল আয়োজনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বুধবার সকাল (১ জানুয়ারি) ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. দিদার-উল-আলম।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন এর সভাপতিত্বে রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হক অনুষ্ঠান সঞ্চালনায় এতে বিভিন্ন অনুষদসমূহের ডীনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ বিভাগের চেয়ারম্যানবৃন্দ, ও নবীন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর দিদার-উল-আলম নবীনদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের প্রথম দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার নির্দেশ দেন।

এছাড়াও অনুষ্ঠানে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন, শিক্ষা অনুষদের ডীন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ বাহাদুর, প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ইউসুফ মিয়া সহ অন্যান্য শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

পরবর্তীতে সকল বিভাগে আলাদাভাবে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করবে সংশ্লিষ্ট বিভাগ।