বইমেলায় এলো মিনা এওয়ার্ড বিজয়ী তরুণ লেখক আরাফাত তন্ময়ের গল্পগ্রন্থ


মূূূূূর্ধণ্য দিপু
অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ ‘ঘাসফুল’ প্রকাশনী থেকে বেরিয়েছে তরুণ লেখক আরাফাত তন্ময়(বুনোহাঁস)-এর গল্পগ্রন্থ ‘শোকের অন্তরালে সুললিত’। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন (মৌমিতা ভট্টাচার্য)।

গ্রন্থ সম্পর্কে বলেন, ‘গল্পগ্রন্থ; গল্প নিয়ে খেলতে ভালোবাসি। বর্তমানে অনেকেই বলেন, বাংলা সাহিত্যে গল্পের আকাল পড়েছে, আমি চেষ্টা করেছি সে জায়গাটায় কাজ করতে। তারই ফলপ্রসূ শোকের অন্তরালে সুললিত। এই আকালের সময় কতটুকু দিতে পেরেছি তা বইয়ের পাতা উল্টালে বোঝা যাবে, পাঠকের প্রতিক্রিয়া পেলে আমিও বুঝতে পারব, ঠিক কোন কোন জায়গা আরও কাজ করা লাগবে। আমার বিশেষ চাহিদা কিছু নেই অবশ্য, তবে যখন কেউ আমার গল্প পড়বে তখন আমি চাই সম্পূর্ণভাবে তার মনোজগতে প্রবেশ করতে। খানিকের জন্য হলেও লেখা দিয়ে তার মনকে আন্দোলিত করতে চাই কিংবা আরও অনেক কিছু …
গল্প নিয়ে কাজ করতে করতেই ২০১৯ সালে সৃজনশীল লেখা বিভাগে ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছি। বইটি অমর একুশে গ্রন্থমেলায় ঘাসফুলের ৪৬৩ নম্বর স্টলে পাওয়া যাবে। ১২৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ২৪০৳. ভালোবাসা। সাহিত্য হোক সম্প্রীতির বন্ধন।’

বইয়ের ফ্ল্যাপে লিখেছেন,”বেলা বাড়ছে, আস্তে আস্তে বড় হচ্ছি। এই তো মনে হয় সেদিন, গল্পের জন্য প্রথম পুরস্কার পেলাম; অথচ ক্যালেন্ডারের পাতা জানান দিচ্ছে, আড়াই বছর পেরিয়ে গেছে! এরই সাথে দেনা বাড়ছে, বাড়ছে প্রাপ্তির ঝোলা, পাল্লা দিয়ে বাড়ছে সীমাবদ্ধতা। বেড়েছে সহ্য ক্ষমতা, বেড়েছে ভালোবাসার, ভালো রাখার সক্ষমতা। ক্রমান্বয়ে কমছে শুধু মানুষকে কষ্ট দেয়া …

পাঠকের তৃষ্ণা বাড়িয়ে দিয়েছি, এখন অল্পতে পিপাসা মিটে না; এটা বুনোহাঁসের জন্য ভালো।

‘বেদনা বিধুর’ গল্পের জন্য পাওয়া হয়েছে ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৯।