জেলা প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে ময়মনসিংহের নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইসলাম পিকুলকে আটক করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ৯ টার দিকে নান্দাইল পৌর এলাকার চারআনিপাড়া নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ।
নান্দাইল থানার ওসি(তদন্ত) আবুল হাশেম বলেন, আজিজুল ইসলাম পিকুল তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে উষ্কানিমূলক স্ট্যাটাস দেয়। সেই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।