প্রকৃতিতে এসেছে ফাগুন, ফুলের বাজারে আগুন!

আরাফাত রহমানঃ

প্রকৃতিতে আগামীকাল শুরু হচ্ছে পহেলা ফাল্গুন। এবারের বসন্তের আগমনী দিনটা একটু ভিন্ন। কারণ এবার পহেলা বৈশাখের সাথে পালিত হবে বিশ্ব ভালোবাসা দিবসও। ভালোবাসা দিবস এবং ফাগুনের প্রথম দিন উদযাপন উপলক্ষে লাল ও হলুদসহ নানা রঙের ফুলে সেজেছে রাজধানীর ফুলের দোকান। পছন্দের ফুল কিনতে এরইমধ্যে ফুলের দোকানে ভিড় করছেন অনেকে।

অনেকে আজকেই বাসন্তী রঙের শাড়ি পরে ফুলের দোকানে আসছেন। ফুল কিনছেন। আর এই সুযোগ নিচ্ছেন কিছু ব্যবসায়ীরা। তারা নির্দিষ্ট দামের চেয়ে বেশি দাম চাচ্ছেন ক্রেতাদের কাছে। ক্রেতাদেরও বাধ্য হয়ে বেশি দাম গুনতে হচ্ছে।

এক ক্রেতার সাথে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে ফুল কিনতে এসেছিলাম। কিন্তু আগের চেয়ে দুই থেকে তিনগুণ বেমি দাম চাচ্ছেন দোকানদাররা। তাই ভাবতে হচ্ছে, ফুল কীভাবে কিনবো। কারণ, বাজেটে মিলছে না। তবু কিছু করার নেই। অল্প হলেও ফুল নিতে হবে।

যাত্রাবাড়ীর এক ফুলের দোকানের মালিক জানালেন, বৃহস্পতিবার দুপুরে তিনি শাহবাগের আড়তে ফুল কিনতে এসেছেন। আগামীকাল বসন্তবরণ ও ভ্যালেন্টাইনস ডে। এদিন অনেক ফুলের প্রয়োজন হবে। তবে স্বাভাবিকের চেয়ে আজই ফুলের দাম অনেক বেশি। কোনো কোনো সময় ১শ পিস লাল গোলাপ পাইকারিতে ৩শ থেকে ৪শ টাকায় পাওয়া যায়। আজ ১শ পিস গোলাপ মানভেদে ৮শ, ১ হাজার এবং ১২শ টাকায় বিক্রি হচ্ছে। আগামীকাল পর্যন্ত এমন চড়া দাম থাকবে। তারপর আবার দাম স্বাভাবিক হয়ে যাবে।

টুকরিতে করে পথশিশুরাও ফুলের মালা বানিয়ে বিক্রি করছেন। কথা হয় তাদের একজনের সাথে। সে জানায়, ফুল বিক্রি ভালোই হচ্ছে। যার কাছ থেকে যেমন পাচ্ছি, ফুল বিক্রি করছি। শাহবাগের ফুলের এক আড়তদার বলেন, আজ ফুল বিক্রির অনেক চাপ। গতকাল রাত থেকে চাপ শুরু হয়েছে। কাল সারারাত বিক্রি হয়েছে।