Friday, July 18, 2025
Homeআন্তর্জাতিকপ্যারিসের পরিচ্ছন্নতায় ব্যবহৃত পানিতে করোনাভাইরাস!

প্যারিসের পরিচ্ছন্নতায় ব্যবহৃত পানিতে করোনাভাইরাস!


আন্তর্জাতিক ডেস্ক


ফ্রান্সের প্যারিসে অবস্থিত সেইন নদী থেকে উত্তোলন করা পানিতে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে বলে জানিয়েছে প্যারিস ওয়াটার সাপ্লাই অথরিটি। রাস্তা সাফ বা বাগানে জল দেওয়া সহ প্যারিসের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বিখ্যাত ফোয়ারাগুলিতে এই পানিই ব্যবহার করে থাকে পৌরসভা।

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়, প্যারিসের ২৭টি স্থান থেকে পৌরসভার পানির নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার মধ্যে ৪টি নমুনায় সামান্য পরিমাণে করোনা ভাইরাসের সন্ধান পেয়েছে প্যারিস ওয়াটার সাপ্লাই অথোরিটি। তবে এগুলি পানীয় জল নয়।

নমুনা পরীক্ষায় কভিড-১৯ পাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় সম্পূর্ণ নেটওয়ার্কটি। তবে প্যারিস ওয়াটার সাপ্লাই অথরিটি জানায়, এতে সাধারণ মানুষের কোনও সমস্যা হবে না। কারণ পানীয় জলের যে পাইপলাইনগুলো আছে, তার সঙ্গে এটির কোনও সম্পর্ক নেই। সেগুলি সম্পূর্ণ বিচ্ছিন্ন সিস্টেমে চলে। তাই আশঙ্কার কোনও কারণ নেই।


অন্যদিকে এই সাপ্লাই সিস্টেমটি কিভাবে করোনামুক্ত করা যায়, সে বিষয়ে আলোচনা করছেন বিশেষজ্ঞরা। আপাতত সম্পূর্ণ লাইনটি বন্ধ রাখা হয়েছে।

এর আগে একাধিক ক্ষেত্রে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে পানির পরিশোধন কেন্দ্রে পরিশোধনের সময়েই করোনাভাইরাসসহ অন্যান্য ভাইরাস নষ্ট হয়ে যাবে। তাছাড়া এখনও পর্যন্ত পানীয় জল থেকে সংক্রমণের কোনও হদিশ মেলেনি।

এফএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments