পঞ্চগড়ে করোনা রোগী সনাক্ত, শনিবার থেকে জেলা লকডাউন

নিজস্ব প্রতিবেদক:

পঞ্চগড়ে এই প্রথম এক জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিভিল সার্জন ডা ফজলুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত ঐ ব‍‍্যাক্তি একজন নারী (42)। তার বাড়ি তেতুলিয়া উপজেলার নাজিরাগঞ্জ গ্রামে।

গত 6 এপ্রিল তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন।এদিকে বিকেলে পঞ্চগড়ে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার সকাল ১০ টা থেকে এই লকডাউন কার্যকর করা হবে।

পঞ্চগড় সিভিল সার্জন ডা ফজলুর রহমান জানান, পঞ্চগড়ের তেতুলিয়ার এক জনের শরীরে করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলা থেকে ১৪৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৮৫ জনের ফলাফলে করোনা সনাক্ত পাওয়া যায়নি। বাকিদের ফলাফল এখনো পাওয়া যায়নি।

এসএস/ এমএইচ/বাংলাবার্তা