নেত্রকোনায় অসহায় কৃষকদের পাশে জেলা ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক


মহামারী করোনাভাইরাসে নেত্রকোনায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে অসহায় কৃষকদের ধান কেটে দিচ্ছেন জেলা ছাত্রলীগের উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আয়াতুল ইসলাম রিপন।


জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের কসবা গ্রামের বর্গাচাষী আফতাব উদ্দিন ৫০ শতাংশ জমি শ্রমিকের অভাবে কাটতে পারছিলেন না। রিপন জেলা ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে নিয়ে ধান কেটে দেয়ার মাধ্যমে চরম দূরাবস্থা থেকে দরিদ্র কৃষককে রক্ষা করেন। এছাড়া জনগণকে সচেতন করা থেকে শুরু করে ধারাবাহিকভাবে জনসাধারণের মাঝে মাস্ক বিতরন এবং আমতলা ইউনিয়নের বিভিন্ন জায়গায় জীবাণুনাশক ছিটানো হয়।


এমএম/ এমএইচ/বাংলাবার্তা