ত্রয়োদশী কুমারীর প্রেম

মুহাম্মদ সাইফুল ইসলাম
 
এয়োদশী কুমারী তুমি সবুজের মতো নির্মল ছিলে
তোমার দুচোখে ছিলো উদ্ধার্ত ভালোবাসার আহ্বান
কাঁধে ব‍্যাগ ঝুলিয়ে তুমি তোমার এয়োদশী প্রেমিকে
জানাচ্ছিলে বুক ভরা উদ্ধার্ত ভালোবাসার আহ্বান
আমি তোমার পাংশু মুখখানায় একপলক চেয়ে
দেখছিলাম তোমার সমবয়সী প্রেমিককে
সিনেমার প্রেম বোধকরি তোমার কাছে হার মেনেছে
তোমার কণ্ঠে আমি শুনেছি
তোমাকে ছাড়া আমি বাঁচবো না
আমাকে বলোনি বালিকা তুমি
বলেছিলে তোমার বালক প্রেমিককে
কি বলবো, বললে তোমার প্রেমিককে
আর প্রেমের আহ্বানের অনুভূতি নিলাম আমি
তোমাদের কিশোর-কিশোরীর প্রেমাহ্বানের অনুভূতি
 
চারপাশে সবুজ দুর্বাঘাসে ঘেরা বিশাল ভূখণ্ডের
দক্ষিণের শেষ রাস্তায় দাঁড়িয়ে ছিলে তোমরা
বালকের প্রেমে ভালোবাসায় সিক্ত তুমি
বালকের প্রেম নিবেদন ফিরিয়ে দেওয়ায়
মনে ক্ষণিকের লাগি পেয়েছিলে ব‍্যথা
ক্ষণিক পরেই তোমার প্রেমী
তোমার পশ্চিমের দৌড় থামিয়ে
পূর্বে টেনে নিয়ে এলো তোমায়
এই সন্ধ্যায় তোমার মুখে ফুঁটেছিলো হাসি
এয়োদশী কিশোরের প্রেমিকা হওয়ার হাসি
তোমার মনে তখন চলছিলো স্বর্গীয় দোলা
পৃথিবীতেই তুমি পেয়েছিলে স্বর্গীয় বাতাসের পরশ
লেখক: যোগাযোগ ও সাংবাদিকতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

এসএস/এমএইচ/বাংলাবার্তা