নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আগামীকাল থেকে তিন সপ্তাহের জন্য বন্ধ নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এসময় আবাসিক হলও বন্ধ ঘোষণা করা হবে।
সোমবার (১৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
তিনি বলেন, প্রাথমিকভাবে তিন সপ্তাহের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিকাল ৪ টায় জরুরি সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এ দিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামীকাল বেলা ১২ টার মধ্যেই শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়া নির্দেশনা দেয়া হবে।
এর আগে করোনাভাইরাসের প্রেক্ষাপটে আগামীকাল মঙ্গলবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিকেলে এ সংক্রান্ত আদেশ জারি হবে।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তথ্যটি নিশ্চিত করেছেন।
এমএম/এমএইচ/বাংলাবার্তা