তিন বছর পর চবির ডিন নির্বাচন, বদলে গেছে আগের ডিন প্যানেলের চেহারা

চবি প্রতিনিধি

তিন বছর পর অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডিন নির্বাচন। তবে এ নির্বাচনে বদলে গেচে পুরো ডিন প্যানেলের চেহারা। আগের ডিন প্যানেলের মাত্র ১ জন ছাড়া বাদ পড়েছে বাকী সবাই।

রবিবার (১৬ ফেব্রুয়ারি)  চবির সমাজ বিজ্ঞান অনুষদের মিলনায়তনে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।  এর আগে ১০ ও ১৩ ফেব্রুয়ারি সম্পন্ন হয় অগ্রীম ভোট গ্রহণ।

নতুন ডিন হলেন যারাঃ

কলা ও মানববিদ্যা অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন হলুদ দলের প্রার্থী বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ। আগের ডিন ছিলো অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী ।

বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন হলুদ দলের বিদ্রোহী প্রার্থী পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান। আগের ডিন ছিলো অধ্যাপক ড. সফিউল আলম।

ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন হলুদ দলের বিদ্রোহী প্রার্থী মার্কেটিং বিভাগের অধ্যাপক এসএম সালামত উল্ল্যা ভূঁইয়া। আগের ডিন ছিলো অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব।

সমাজ বিজ্ঞান অনুষদ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী। আগের ডিন ছিলো অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ।

আইন অনুষদে নির্বাচিত হয়েছেন হলুদ দলের বিদ্রোহী প্রার্থী আইন বিভাগের অধ্যাপক ড. এ বি এম আবু নোমান। তিনি আগেও এই অনুষদের ডিন ছিলেন।

জীব বিজ্ঞান অনুষদ থেকে নির্বাচিত হয়েছেন হলুদ দলের প্রার্থী ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল হোসাইন। অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।

ইঞ্জিনিয়ারিং অনুষদে নির্বাচিত হয়েছেন হলুদ দলের বিদ্রোহী প্রার্থী কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদ মোস্তাফা। আগের ডিন ছিলো অধ্যাপক ড. শংকর লাল শাহা।

মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদে নির্বাচিত হয়েছেন হলুদ দলের প্রার্থী ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ রাশেদ উন নবী। আগের ডিন ছিলো অধ্যাপক ড. ইফততেখার উদ্দিন চৌধুরী।