তরুন লেখক ফায়াজের ‘নিষ্ফল দীর্ঘযাত্রা’ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ফায়াজ শাহেদের প্রথম কাব্যগ্রন্থ ‘নিষ্ফল দীর্ঘযাত্রা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

এসময় উপস্থিত ছিলেন, পদার্থবিদ্যা বিভাগ বিভাগের প্রফেসর শ্যামল রঞ্জন চক্রবর্তী,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক যুগ্ম সম্পাদক ইমরান হোসাইন, সদস্য মিনহাজ তুহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সদস্য আদিত্য পিয়াস, আবির শামছুল আলম, মাহবুব এনামী প্রমুখ।

‘নিষ্ফল দীর্ঘযাত্রা’ কাব্যগ্রন্থটি ‘দাঁড়িকমা’ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। চলতি বছরের অমর একুশে বইমেলায় কাব্যগ্রন্থটি দাঁড়িকমা প্রকাশনীর ৬৯৮নং স্টল, চট্টগ্রাম বইমেলায় ৩৩-৩৪ নং স্টল, খুলনা বইমেলায় ৯৫ নং স্টলে পাওয়া যাবে।

কবি ফায়াজ শাহেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ী বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে।