টিএসসি নির্মাণের দাবি চবি ছাত্রলীগের

চবি প্রতিনিধি

৫৩ বছরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণ হয়নি ‘ছাত্র-শিক্ষক কেন্দ্র’ (টিএসসি)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চবি প্রশাসনের নিকট টিএসসি নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে চবি শাখা ছাত্রলীগের একাংশ।

স্মারকলিপিতে বলা হয়, ‘ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি চর্চার একটি উপযুক্ত স্থান। কিন্তু দুঃখের বিষয়; এই বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো টিএসসি তৈরী হয়নি। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক শিক্ষার পাশাপাশি অন্যান্য সুকুমারবৃত্তি চর্চার প্রয়োজনে ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেটা বিশ্ববিদ্যালয়ের ২৫ হাজার শিক্ষার্থীর প্রাণের দাবি।’

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি প্রদান করেন, ছাত্রলীগ নেতা এইচ এম তারেকুল ইসলাম, শাহরিয়ার সৌরভ, মোঃ ইলিয়াস, জাহাঙ্গীর জীবন, মোঃ ফারুক, এস এম জাহেদুল আওয়াল এবং মাহফুজুর রহমান।