নিজস্ব প্রতিবেদক:
জয়পুরহাটের কালাই উপজেলার পাইকপাড়া গ্রামের একটি মাঠ থেকে সরোয়ার হোসেন (৩০) নামে এব যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) দুপুরে পাইকপাড়া গ্রামের একটি ধান ক্ষেতের মাঠ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার রাতের কোন একসময় দূর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। নিহত সরোয়ার হোসেন কালাই উপজেলার পাইকপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে।
কালাই থানার পুলিশ পরিদর্শক আব্দুল মালেক জানান, সরোয়ার হোসেন গতকাল শুক্রবার সন্ধ্যার পর বাসা থেকে বের হয়। শনিবার দুপুরে পাইকপাড়া গ্রামের একটি ধান ক্ষেতের মাঠে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
এসএস/এমএইচ/বাংলাবার্তা