Friday, July 18, 2025
Homeশিক্ষাক্যাম্পাসজাবির বিজ্ঞান ক্লাবের নেতৃত্বে তারেক-সনেট

জাবির বিজ্ঞান ক্লাবের নেতৃত্বে তারেক-সনেট

ক্যাম্পাস প্রতিবেদক

রসায়ন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী তারেক আজিজকে সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান সনেটকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্যের নতুন কমিটি গঠন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব।

শনিবার নবগঠিত কমিটির সভাপতি তারেক আজিজ ডেইলি বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন পরাগ বিশ্বাস ও হাফিজা আক্তার লাবনী, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোমান ও আনারাতুল জান্নাহ, সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন রিফাত।

আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটির অন্যান্য পদে রয়েছেন- অর্থ সম্পাদক মো. আরিফুল ইসলাম, যুগ্ম-অর্থ সম্পাদক সাদিয়া আফরোজ জুহি, দপ্তর সম্পাদক শামসুজ্জামান সায়েম, যুগ্ম-দপ্তর সম্পাদক হাসিব আল নোমান, আইটি সম্পাদক মতিউর রহমান মুন্না, যুগ্ম-আইটি সম্পাদক শাহরিয়ার হিমেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাকিল ইসলাম, যুগ্ম-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুমাইয়া বিনতে অপ্সরা, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক সাল সাবিলা জেরিন, মিডিয়া ও প্রচার সম্পাদক নাফিউল ইসলাম অয়ন, যুগ্ম-মিডিয়া ও প্রচার সম্পাদক তাসনিন আক্তার ইভা, শিক্ষা সম্পাদক আব্দুল গাফফার জিসান, প্রকল্প সম্পাদক জান্নাতুল ফেরদৌস সুমাইয়া, গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল যোবায়ের, যুগ্ম-ক্রীড়া সম্পাদক শাকিল হোসেন তীব্র, পাঠাগার সম্পাদক সাব্বির হোসেন ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মোমেন।

এছাড়া কার্যকরী সদস্য হয়েছেন- তারেক মাহমুদ ইবনুল, ওয়াসীফ সঞ্চয়, মো. খলিল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, সুমা আক্তার আলভী, শাহারিয়ার নূর সাঈদ, মো. জাহিদ হাসান, আব্দুল্লাহ আল মামুন, মো. রাজন আলী, নাফিসা ফেরদৌস, মেহেদী হাসান তানজিল, প্রসেনজিৎ কুমার, সৈয়দা সুরাইয়া লিয়া, সাইদুর রহমান সোহান, আব্দুল্লাহ আল মোবাশ্বের, তানজীনা আফরিন সম্পা, মো. রফিকুল ইসলাম, নাসিম ইয়াসীর আরাফাত, জাহিদ হাসান ও আল আমীন মিয়া।

এমডি/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments