চুনতির ১৯ দিন ব্যাপী ঐতিহাসিক সীরতুন্নাবীর আখেরি মোনাজাত কাল

জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির হযরত আলহাজ্ব শাহ সুফি মাওলানা হাফেজ আহমদ (রহঃআঃ) প্রকাশ শাহ সাহেব কেবলা চুনতি কতৃক প্রবর্তিত ঐতিহাসিক আন্তর্জাতিক ৪৯ তম ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সাঃ) মাহফিলের আখেরি মোনাজাত কাল (বৃহস্পতিবার)।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে কোরআন তিলাওয়াত ও নাতে রসূল (সাঃ) এর মাধ্যমে শুরু হবে। সারাদিন ও ফজর পর্যন্ত নির্ধারিত বিষয়ের উপর আমন্ত্রিত আলেমগণ জ্ঞানগভীর আলোচনা করবেন। সবশেষ ফজরের নামাজের আগে খোৎবায়ে ছদর এবং দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এতে প্রতিবারের ন্যায় দেশের জেলা-উপজেলার হাজারো মুসলিম জনতা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য , ঐতিহাসিক এই সিরাত মাহফিল প্রতিবছর ১১ রবিউল আউয়াল শুরু হয়ে আখেরিতে মোনাজাতের মধ্য দিয়ে ২৯ রবিউল আউয়াল দিবাগত রাতে শেষ হয়। প্রতিবছরের ন্যায় এবারও ১০ নভেম্বর আরম্ভ হয় এবং ২৮ নভেম্বর দিবাগত রাতে শেষ হবে।