বিশেষ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চাকরি করার মানসিকতা বাদ দিয়ে চাকরি দেয়ার মানসিকতা তৈরী করতে। দেশে কেউ যেন বেকার না থাকে। বাংলাদেশে অনেকেই এমন চিন্তা করে, কেউ চাকরি না করলেই বেকার। এ মানসিকতা বদলাতে হবে। অনলাইনে এখন অনেকে অর্থ উপার্জন করছে। এ ধারা অভ্যাহত রাখুন।
এখন দেশের তরুণরা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থেকে নানান ধরনের অনলাইন ব্যবসা শুরু করেছে। নিঃসন্দেহে এটি প্রসংশনীয়।
তিনি বলেন, পাশাপাশি চাকরি করব না, চাকরি দেব- সেই চিন্তা থাকতে হবে।
বৃহস্পতিবার (২৯ জানিয়ারি) একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বহুমুখী কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। যারা স্বপ্রণোদিত হয়ে উদ্যোক্তা হবে তাদের জন্য ঋণের ব্যবস্থা করেছে সরকার। আগে দেখতে হবে নিজে কতটুকু কাজ করতে পারবো। আমি জানি, আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী।