চবির ১৫০ কর্মচারীকে ছাত্রলীগের ঈদ উপহার

 

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দৈনিক মজুরী ভিত্তিতে কর্মরত ১৫০ জন কর্মচারীদের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

চবি ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুলের সহযোগিতায় রোববার (১৭মে) সকালে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসানের উপস্থিতিতে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। পরবর্তীতে ছাত্রলীগ নেতারা ১৫০ টি পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করেন।

এ বিষয়ে চবি ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল বলেন, সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দিনের দিকনির্দেশনায় আমরা চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মিলে মোট ৩০০ পরিবারের মাঝে সামান্য ঈদ উপহার পৌঁছে দিতে চেষ্টা করেছি।

এসময় ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দূর্জয়, মুজিবুর রহমান, সাবেক সহ-সম্পাদক সাদেক হোসাইন টিপু, সদস্য রকিবুল হাসান রকি, নেছারুল করিম, ইয়াছির আরাফাত, মারুফ ইসলাম, সদস্য রায়হান রেজা, ফয়সাল খান, সৈয়দ আমিন হোসেন, তাসফিকুল আরেফিন রাতুল, ফরাজী সজীব, জাহেদ মির্জা সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএস/এমএইচ/বাংলাবার্তা