চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের শিক্ষা, সাংস্কৃতিক, বৃত্তিমূলক ও অরাজনৈতিক সংগঠন ‘শরীয়তপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ এর ২০১৯-২০ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিকুল হক রানা এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন পদার্থবিদ্যা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম শাওন
শনিবার (২২ ফেব্রুয়ারি) ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শিক্ষা ও গবেষণা ইনিস্টটিউটের সাবেক পরিচালক শাহেন শাহ ও অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আসাদ মৃধা এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জুনায়েদ।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন মারুফ, সহ-সভাপতি আশরাফুল ইসলাম শাফিন, ইউসূফ রহমান, সপ্তবর্ণা আজাদ হলি।
যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন, জাহেদ আল হাসান শোভন, আফেরিন রহমান, তানহা ইসলাম আলবাইজা, রিফাত আহমেদ প্রমুখ।