নিজস্ব প্রতিবেদক:
বন্দরনগরী চট্টগ্রামে করোনা চিকিৎসায় ১০০ শয্যার ফিল্ড হাসপাতাল বানাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। জুলাই এর প্রথম সপ্তাহে তা চালু হওয়ার কথা রয়েছে।
জানা যায়, সিএমপির সহযোগীতায় নগরীর পতেঙ্গা নেভাল এলাকার বাটারফ্লাই পার্কের পাশে একটি কমিউনিটি সেন্টার, পাশের একটি চার তলা ভবন ও পাশ্ববর্তী একটা শেডে এই ফিল্ড হাসপাতাল নির্মাণ করা হবে। ইতোমধ্যে হাসপাতালের অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়েছে। ধাপে ধাপে তা ১০০ শয্যায় উন্নীত করা হবে।
আরো জানা যায়, ফিল্ড হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা, হাইফ্রো নেজাল অক্সিজেন ক্যানোলা সাপোর্ট থাকবে। আউট ডোর, কোভিড ও নন কোভিডদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। রোগীদের চিকিৎসার জন্য ১২ চিকিৎসক সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। পাশাপাশি ১৮ জন নার্স ও ৫০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। এছাড়া চট্টগ্রামের বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে মেডিকেল টিমও গঠন করা হবে।
এমএম/এমএইচ/বাংলাবার্তা