Thursday, July 10, 2025
Homeবিভাগচট্টগ্রামচট্টগ্রামের পটিয়ায় ৫০০ ইয়াবাসহ যুবক আটক

চট্টগ্রামের পটিয়ায় ৫০০ ইয়াবাসহ যুবক আটক

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০০ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে পটিয়া বাস স্টেশন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়।

আটক যুবকের নাম লিটন খন্দকার (৩০)। সে ফরিদপুর জেলার সদরপুর থানার ভাসানচর ইউনিয়নের ফয়জল খন্দকারের ছেলে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল নয়টার দিকে পটিয়া বাস স্টেশন এলাকা হতে লিটন খন্দকারকে ৫০০ পিচ ইয়াবা সহ আটক করতে সক্ষম হই। এসময় তার পরিহিত পেন্টের পকেটে টেপ দিয়ে বিশেষ ভাবে মোড়ানো অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞেসাবাদে সে জানায়, টেকনাফ হতে ইয়াবাগুলো নিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশ্য হাত বদল করার উদ্দেশ্যে পরিবহনের কৌশল পাল্টানোর জন্য পটিয়া বাস স্টেশনে শহরের গাড়িতে উঠার জন্য অপেক্ষায় আছে এ অবস্থায় তাকে আমরা গ্রেফতার করি।

তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে পটিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments