খুলনায় ডাক্তারকে পিটিয়ে হত্যা, প্রতিবাদে চট্টগ্রামে টেলিমেডিসিন সেবা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
 

খুলনার গল্লামারী এলাকার রাইসা ক্লিনিকের মালিক ডা. আব্দুর রকীব খানকে পিটিয়ে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে টেলিমেডিসিন সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা.ফয়সাল ইকবাল চৌধুরী।

 
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএমএ নেতা এ ঘোষণা দেন।
 
ফেসবুকে তিনি লেখেন, অবিলম্বে ডা. রকিব হত্যাকারীদের আইনের আওতায় আনা হউক। চিকিৎসকদের উপর যে কোন প্রকার হামলার পরিনাম ভয়াবহ হবে। অবিলম্বে চিকিৎসক, চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সুরক্ষা আইন কার্যকর করুন।
বিএমএ, চট্টগ্রাম শাখার টেলিমেডিসিন সেবা বন্ধ ঘোষণা করা হল।জনসাধারণের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি। যে কোন প্রয়োজনে সরকারি বেসরকারি মেডিক্যাল কলেজের জরুরি বিভাগ বা ফ্লু কর্নারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
 
এমএম/এমএইচ/বাংলাবার্তা