কোয়ারেন্টাইন: অবরুদ্ধ জীবন সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক:


হোম কোয়ারেন্টাইন সইতে না পেরে ক্যালিফোর্নিয়ায় জো ভিয়ান্নি স্মিথ নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন। নিজ বাড়িতেই ১৫ বছর বয়সী জো ভিয়ান্নি স্মিথ আত্মহত্যা করেন।

ভিয়ান্নি স্মিথের স্কুল ‘বিয়ার ক্রিক হাই স্কুলে’র ক্রীড়া শিক্ষক (কোচ) সাংবাদিকদের বলেন, ঘরে বন্দি থাকার (কোয়ারেন্টাইন) ধকল এবং চাপ সইতে না পেরেই আত্মঘাতি হওয়ার মত এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে ভিয়ান্নি। তার মা ড্যানিয়েলা হান্টও একই কথা বলছেন সাংবাদিকদের। যদিও তিনি এই ঘটনায় পুরোপুরি স্তব্ধ হয়ে গেছেন।


ফক্স ফরটিনকে দেয়া বক্তব্যে ড্যানিয়েলা হান্ট বলেন, আমরা চিন্তাই করতে পারছি না যে আমাদের বাচ্চা এভাবে তার নিজের জীবন নিয়ে নেবে। সে যে ভেতরে ভেতরে ভালো ছিল না, এটাও বুঝতে পারিনি। আমি চিন্তা করছি, তার জন্য বাবা-মা হিসেবে যা করার প্রয়োজন সবই করেছি। তার সঙ্গে যোগাযোগটাও আগের চেয়ে বাড়িয়ে তুলেছিলাম।


নিজের মেয়ের উচ্চসিত প্রশংসা করে হান্ট বলেন, তার মতো একটি মেয়েকে কিভাবে ব্যাখ্যা করবো আমি? আপনি যদি তার সঙ্গে একবার মিশতেন, তাহলে বুঝতে পারতেন আপনার জীবনে বড় একটা ছাপ সে রেখে দিতে পেরেছে।


এমডি/ এমএইচ/ বাংলাবার্তা