কর্মচাঞ্চল্য ফিরছে করোনার উৎপত্তিস্থল চীনের উহানে

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বব্যাপী করোনা ভাইরাস যে এলাকা থেকে মহামারী আকার ধারন করেছে সেই চীনের উহান শহরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। শহরের স্বাস্থ্যকর্মীরা দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে বিজয়ীর বেশে ঘরে ফিরতে শুরু করেছেন।
কঠোর পরিশ্রমের বিনিময়ে প্রাণঘাতী এ ভাইরাসের হাত থেকে জাতিকে রক্ষা করায় তারা পাচ্ছেন বীরের সম্মান।


চীনের বিভিন্ন প্রদেশ থেকে আসা স্বাস্থ্যকর্মীরা মঙ্গলবার থেকে আনুষ্ঠিকভাবে উহান থেকে বিদায় নিতে শুরু করেন। খবর চায়না ডেইলির।
উহান শহরের সাতটি হাসপাতাল এবং ১৪টি অস্থায়ী হাসপাতালে প্রায় ৬৮ হাজার স্বাস্থ্যকর্মী বিভিন্ন প্রদেশ থেকে এসে এখানে করোনাভাইরাসে আক্রান্তদের সেবা করেন।
মার্চ মাসের শুরু থেকে চীনের উহানে করোনাভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় দিনদিন আক্রান্তের সংখ্যা কমতে থাকে। ফলে বন্ধ হতে থাকে করোনাভাইরাসের চিকিৎসা দিতে তৈরি করা অস্থায়ী হাসপাতালগুলো।


এর আগে করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান শহরে এর প্রকোপ এতটাই ভয়াবহ অবস্থায় যায় যে বিশালসংখ্যক করোনা আক্রান্ত রোগীর চিকিৎসাসেবা দিতে বেগ পেতে হয় এখানকার স্বাস্থ্যকর্মীদের। ফলে চীনের স্বাস্থ্য মন্ত্রাণালয় জরুরি ভিত্তিতে চীনের বিভিন্ন স্থান থেকে স্বাস্থ্যকর্মীদের উহান শহরে পাঠায়।


করোনাভাইরাসে আক্রান্তদের সেবা করতে গিয়ে অনেক স্বাস্থ্যকর্মীই এ ভাইরাসে আক্রান্ত হন এবং অনেকের প্রাণহানির ঘটনাও ঘটে।


এমএম/এমএইচ/ বাংলাবার্তা