করোনা: ১৮৮ দেশে আক্রান্ত ৮০ লাখ, মৃত্যু ৪ লাখ ৩৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের তথ্যমতে এখন পর্যন্ত করোনা মহামারিতে বিশ্বব্যাপী এ ভাইরাসে শনাক্ত মানুষের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ৪ লাখ ৩৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে সুস্থ হয়েছেন ৪০ লাখের বেশি মানুষ।

১৬ জুন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শেষ খবর অনুসারে বিশ্বে এখন পর্যন্ত ৮০ লাখ ৫ হাজারের বেশি মানুষের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা গেছে। যদিও প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি।

এ যাবৎ বিশ্বের ১৮৮ টি দেশে করোনা ছড়িয়ে পড়ার খবর মিলেছে। এর মধ্যে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে সবচেয়ে বেশি ভুক্তভোগী যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২১ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজারেরও বেশি মানুষের। অন্যদিকে ব্রাজিলে শনাক্তের সংখ্যা প্রায় ৯ লাখ। মৃত্যু হয়েছে ৪৪ হাজারের বেশি।

এমএইচ/বাংলাবার্তা