করোনা: মনোহরদীতে নতুন আক্রান্ত ২

এজাজ মাহমুদ


নরসিংদীর মনোহরদী উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো দুইজন। মনোহরদীতে এ নিয়ে মোট তিনজন করোনায় আক্রান্ত শনাক্ত হলেন।


মঙ্গলবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ।

তিনি বলেন,গত রবিবার মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১০জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে দুইজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। করোনাভাইরাসের উপসর্গ দৃশ্যমান না হলেও একজনের নমুনা পরীক্ষায় ধরা পড়েছে। অন্যজন জ্বর ও সর্দির চিকিৎসা নিতে হাসপাতালে আসলে তার নমুনা সংগ্রহ করা হয়।


জানা যায়,আক্রান্তদের একজন লেবুতলা ইউনিয়নের বাসিন্দা। তবে তিনি পৌরসভায় অবস্থান করতেন । অপরজন কাচিকাটা ইউনিয়নের কাচিকাটা গ্রামের বাসিন্দা ও মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত।


মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান বলেন,‘করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে শনাক্ত হওয়া দুইজনের বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে। আপাতত তাদের নিজ নিজ বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে। অনুগ্রহ করে আপনারা ঘরে থাকুন,আমাদের সহযোগিতা করুন।’

এএম/এমএইচ/বাংলাবার্তা