Thursday, November 13, 2025
Homeস্বাস্থ্যকরোনাভাইরাসকরোনার কবলে তথ্য সচিব কামরুন নাহার

করোনার কবলে তথ্য সচিব কামরুন নাহার

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকারের তথ্য সচিব কামরুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তথ্য সচিবের একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, ‘গত রোববার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন কামরুন নাহার, গতকাল মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ এসেছে।’
 
মোহাম্মদ এনামুল আহসান বলেন, ‘এমনিতে তার কোনো উপসর্গ ছিল না। সংক্রমণ ধরা পড়ায় বাড়িতে আইসোলেশনে আছেন কামরুন নাহার।’
 
এদিকে, সচিবের স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়রুল ইসলাম এখন পর্যন্ত সুস্থ আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম।
 
তিনি বলেন, ‘কিছুদিন আগে স্যারের করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট নেগেটিভ এসেছে। ম্যাডামের পজিটিভ রিপোর্ট আসায় আবারও তার পরীক্ষা করানো হবে।’
 
তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুর নাহার এর আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা ছাড়াও গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।
 

এমএম/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments