করোনা: লাখের ঘরে ঢুকলো বাংলাদেশ

মাহমুদুল হোসাইন:

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮১ লাখের বেশি। বাংলাদেশে প্রথম গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ইতোমধ্যে বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৯৮ হাজার ৪৮৯ জন সনাক্ত হয়েছে।

সর্বশেষ জুন মাসে প্রতিদিন গড়ে সনাক্ত হচ্ছে ৩ হাজারের বেশি মানুষ। সেই হিসেবে আগামীকালই আমরা প্রবেশ করতে যাচ্ছি লাখের ঘরে। এছাড়া বাংলাদেশে করোনা সনাক্ত ব্যক্তিদের মধ্যেই মারা গেছেন ১৩০৫ জন মানুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের ১৭ জুনের তথ্য অনুযায়ী আর মাত্র ১৫১১ জন বাকী লাখের ঘরে প্রবেশ করতে। ইতোমধ্যে করোনা উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

এদিকে চীনে ৮৩ হাজার ২৬৫ জন আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেছেন ৭৮ হাজার ৩৭৯ জন। অপরদিকে ৯৮ হাজার ৪৮৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৮৯ জন। এছাড়া বাংলাদেশে প্রতিনিয়ত  অগণিত মানুষ করোনা উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন। যা বাংলাদেশের জন্য অশনি সংকেত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৫১ হাজার ২৪৪ টি। যা ১৮ কোটি মানুষের তুলনায় অপ্রতুলই বটে।

এমএইচ/বাংলাবার্তা