ময়মনসিংহে আরও ১১১ জন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ বিভাগে নতুন করে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছেন। যার মধ্যে নেত্রকোনা জেলায় ৩ জন, জামালপুর জেলায় ৯ জন এবং শেরপুর জেলায় ২ জন নতুন করে শনাক্ত হয়েছেন।
 
এছাড়াও গাজীপুর জেলার শ্রীপুর-৫ জন, টাঙ্গাইল জেলার ঘাটাইল ও ভূয়াপুর ২ জন, কিশোরগঞ্জের কুলিয়ারচর ১ জন এবং ঠিকানাহীন ৩ জনের শরীরে কভিড-১৯ ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে।
 
ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ময়মনসিংহ জেলায় আক্রান্ত ৮৬ জনের মধ্যে সিটি কর্পোরেশন ও সদরে-৭৮ জন, ভালুকা-৩ জন, ফুলপুর-২ জন, তারাকান্দা-২ জন ও ত্রিশাল-১ জন। ময়মনসিংহে ফলোআপ রয়েছে সদর-৯ জন ও ঈশ্বরগঞ্জ-২ জন। নেত্রকোনা জেলায় ৩ জন। জামালপুর জেলায় ৯ জনের মধ্যে সদর-১ জন, ইসলামপুর-৫ জন, মাদারগঞ্জ-৩ জন। শেরপুর জেলার নালিতাবাড়ি-২ জন।

এসএস/এমএইচ/বাংলাবার্তা