আন্তর্জাতিক ডেস্ক (নিজস্ব প্রতিবেদক)
চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইরানে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে নতুন করে আরো ১২৯ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট প্রাণ হারিয়েছেন ৮ শত ৫৩ জন। এছাড়া ভাইরাসে মোট ১৪ হাজার ৯৯৮ জন মানুষ আক্রান্ত হয়েছেন।
এর মধ্যেই খবর এসেছে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেশটির ধর্মীয় পরিষদের এক প্রবীণ সদস্য।
আয়াতুল্লাহ হাশেম বাথায়ী গোলপায়েগানি নামের ওই ধর্মীয় নেতার বয়স ছিল ৭৮ বছর। মৃত্যুর দুইদিন আগে তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বলে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ‘ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি’র (ইরনা) প্রতিবেদনে জানানো হয়েছে। তিনিসহ করোনায় এ নিয়ে দেশটিতে বিশিষ্ট ১২ রাজনীতিবিদের মৃত্যু হলো।
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ‘ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি’র (ইরনা) জানায়, শ্বাসযন্ত্র বন্ধ হওয়ায় সোমবার মৃত্যু হয় তার। এএফপি জানিয়েছে, আয়াতুল্লাহ হাশেম ছিলেন তেহরানের ৮৮ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদের একজন প্রতিনিধি।
এমএম/এমএইচ/বাংলাবার্তা