Thursday, July 10, 2025
Homeপ্রচ্ছদকবিতা: মৃত্যুপুরী

কবিতা: মৃত্যুপুরী

মশিউদ্দৌলা রেজা


তুমিহীনা এ জীবন পার করে

হিংসা করেছি তোমার সুখের।

তোমার অবহেলায় আহত হতে হতে

নিহত হয়েছি কতবার!

কত রাত আত্নচি্ৎকারে ঘুম ভেঙেছে

তোমার বিশ্বাসঘাতকতায়।

কত শত বার হারিয়ে গিয়েছি তেপান্তরে

বাস্তবতায় ফিরে এসেছি আবার /

তবুও বিশ্বাস করো ,তোমার এমন ক্ষতি

এমন মৃত্যুপুরী চাইনিকো কোনদিন ।

এখানে নেই কোন প্রানের স্পন্দন

হরতাল,লকডাউন , ১৪৪ ধারা

সব একাকার

কুকুর,বিঁড়াল আর কাকের আড্ডা

নেই কোথাও

ধূলো জমেছে সব শপিং মলে

মাজারের ভিখারীদের ভিক্ষা দিচ্ছে না

কোন মাজারপূজারী ।

এখানে রোগীরা সারারাত খুঁজে বেরায়

হাসপাতাল / আপনজনের লাশ দাফন দেয়

জনতার শত্রু পুলিশ ।

এখানে জীবিকার সন্ধান খোঁজ করা

নারীরা ধর্ষিত হয় এখানে সেখানে,

সুশিক্ষিত- উচ্চপদস্থ ছেলে,

মাকে বাসা থেকে বের করে দেয় বিনা ওজরে।

তবুও বিশ্বাস করো

তোমার এমন ক্ষতি,

এমন পৃথিবী চাইনিকো কোনদিন।

এই মৃত্যুপুরী,এই পৃথিবী থেকে

আমি না হয় চলেই যাই

তবুও তুমি বেঁচে থাকো,

সাজিয়ে তোমার

বিশ্বসংসার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments