তোমার কথা মনে রাখবে সমুদ্রবন্দর নোঙ্গরের জাহাজ আর শ্রমিকের ঘর্মাক্ত শ্লোগান মনে রাখবে মানুষের উদ্ধত সাহস, মুক্তির গান তোমার কথাই শুধু বলবে দারুল ফজল চত্বর দোস্ত বিল্ডিং, শহরের দালান, প্রতিটি সড়ক আর বিস্তীর্ণ লালদীঘি ময়দান। মিছিল থেকে মিছিলে শ্লোগানে শ্লোগানে তুমিই থাকবে এই জনপদে অনন্তকাল। তুমিই জয়বাংলা তুমিই চট্টগ্রাম। তোমার জন্যই সাহসী এই জনপদ সমুদ্র সন্তান। অতএব তোমাকেই মনে রাখবে চিরদিন চট্টলবীর আবুল বাশার মোহাম্মদ মহিউদ্দিন।