Thursday, July 10, 2025
Homeইসলামকবিতা; করোনাকে ভয় করো না

কবিতা; করোনাকে ভয় করো না

জয়নব জোনাকি

করোনাকে ভয় করো না, ভয়করো এক আল্লাহকে

তাওবা করে নামাজ পড়ে বাড়াও নেকির পাল্লাকে।

ঈমান আমল খাঁটি করো আঁকড়ে ধরো ভালোকে

মিথ্যা ছেড়ে জীবন সাজাও সত্য সুরের আলোকে।


বিপদ,বালা-মসীবতে আল্লার পথে দান করো

হালাল পথে রুজি-কামাই ক্ষুধ-পিপাসায় পান করো।

নবীর সুন্নাহ মেনে চলো সকল কাজে কর্মতে

জীবন পথের সব সমাধান পাবে ইসলাম ধর্মতে।


মাজার পুজা, শিরক ছাড়ো ফুল দিও না মাজারে

নেচে-গেয়ে আর ডেকো না ভন্ডবাবা খাজারে।

মুসলিম পরিচয়টি দিবে চলনে, আ’চরণে

তেলমেরো না পীরজাদা আর ক্ষমতার পা’চরণে।


বিধিনিষেধ মানতে হবে হাঁচি এবং কাশিতে

নতজানু হও শুধু এক, আল্লাহর দাস-দাসীতে।

কোরআন ছেড়ে হাদীস ছেড়ে, মনগড়া পথ ধরো না

জীবন থেকে দূরে যাবে আজাব গজব করোনা।


রবকে ডাকো সেকেন্ড মিনিট প্রতি প্রহর নিঃশ্বাসে

দ্বিনের পথে হও আগুয়ান মনের গভীর বিশ্বাসে।

মহামারি যতোই আসুক রবকে রাখো স্বরনে

ভয়ভীতি সব উবে যাবে-হাসবে তুমি মরনে।


লেখক: কবি ও প্রাবন্ধিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments