এস এ গেমসে সোনা জয়ে কত টাকা পাচ্ছেন বাংলাদেশ!

বাংলাবার্তা ডেস্ক

ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার দেয়া ১২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাইফ হাসান ও সৌম্যর ব্যাটে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে ৪৪ রান যোগ করে এই জুটি। সাইফ ৩৩ ও সৌম্য ২৭ রান করে ফিরে যান।

তাদের বিদায়ের পর ম্যাচের হাল ধরেন নাজমুল হাসান শান্ত ও ইয়াসির আলি। তবে ইয়াসির ১৯ রান করে ফিরে গেলেও শান্তর অপরাজিত ৩১ রানের ইনিংসে শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।

এর মধ্য দিয়ে নারী ক্রিকেট দলের পর এবার সাউথ এশিয়ান গেমসে সোনা জিতল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। তারাও নারীদলের মত শ্রীলঙ্কাকে হারিয়েই এই গৌরব অর্জন করেছে।  ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে সাউথ এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ। এরই সাথে এবারের এস এ গেমসে এখনও পর্যন্ত রেকর্ড ১৯টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ।

এদিকে সাউথ এশিয়ান গেমসে স্বর্ণ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে দেয়া হবে ৪০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশী টাকায় প্রায় ৩৪ লাখ টাকা।