এরুপ মামলার বিচার দ্রুত হতে অসুবিধা কোথায়?

Res Ipsa Loquitur (রেস্ ইপসা লকুইটার) মতবাদ এর অর্থ হলো ঘটনা নিজেই নিজের কথা বলে। যে ক্ষেত্রে প্রমাণিত বা স্বীকৃত ঘটনা আপাত দৃষ্টিতে বিবাদীর অবহেলা প্রকাশ করে সেক্ষেত্রে বাদীকে কোনো কিছুই প্রমাণ করতে হয় না | শুধুমাত্র ঘটনা প্রমাণ করা যথেষ্ট হবে | আমাদের বিচার বিভাগ এ মতবাদকে প্রগতিশীলভাবে ব্যাখ্যা করে কিছু দুর্নীতির মামলায় প্রয়োগ করতে পারেন না কি? যেখানে বালিশের একটির দাম ধরা হয়েছে ৫ হাজার ৯৫৭ টাকা। একটি বিছানার চাদরের দাম ধরা হয়েছে ৫ হাজার ৯৮৬ টাকা। প্রতিটি ফ্রিজ ওঠানোর খরচ দেখানো হয়েছে ১২ হাজার ৫২১ টাকা। ২টি কম্পিউটারের মেরামত ব্যয় ৩৬ লাখ ২০ হাজার টাকা। ৩২০ টাকার বই ৮৮ হাজার টাকা। ১ লাখ টাকার ডেন্টাল চেয়ার ৫৬ লাখ ৫০ হাজার টাকা। এ দুর্নীতির প্রমাণ তো ক্রয় রশিদেই আছে। অর্থাৎ ঘটনা নিজেই কথা বলে। তাহলে এরুপ মামলার বিচার দ্রুত হতে অসুবিধা কোথায়?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্ষিতার মেডিক্যাল টেস্ট দ্রুততম সময়ে হয়েছে। ধর্ষক মজনু স্বীকার করেছে। মজনুর বীর্য ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে ধর্ষিতার আলামতের সাথে মিলে গেলে দ্রুততম সময়ে রায় হতে ও মজনুকে দোষী সাব্যস্থ্য করতে অসুবিধা কোথায়?

(লেখক, প্রফেসর ড. জাকির হোসাইন, আইন অনুষদ, চবি)