এবার লালমনিরহাটে করোনা রোগী শনাক্ত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলায় একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এরপর প্রশাসন ওই এলাকার ৫টি গ্রামে লকডাউন ঘোষণা করেছে।


শনিবার (১১এপ্রিল) সাড়ে ৫টায় লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে ৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। ৩ জনের মধ্যে একজন ৩১ বয়সী যুবকের রিপোর্ট পজেটিভ আসে।


আক্রান্ত ওই ব্যক্তি লালমনিরহাট সদর উপজেলায় গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়া দহগ্রামে বাসিন্দা। এরপর ৫টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।
লালমনিরহাট সিভিল সার্জন সুত্র জানায়, ওই ব্যক্তি নারায়নগঞ্জের রাজমিস্ত্রী কাজ করতেন। গত কয়েকদিন আগে বাড়ি আসেন। এরপর বাড়িতে অসুস্থ হলে তার করোনার উপসর্গ সন্দেহে শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার বিকেলে ৩১ বয়সী ওই যুবকের রিপোর্ট পজেটিভ আসে।


লালমনিরহাট জেলা প্রসাশক আবু জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকার ৫টি গ্রাম ও তিনটি রাস্তা লকডাউন ঘোষনা করা হয়েছে।

এসএস/এমএইচ/বাংলাবার্তা