ইরানে নতুন করোনা আক্রান্ত নেই, সুস্থ ৭৯১৩ জন

আন্তর্জাতিক ডেস্ক


করোনাভাইরাসের তাণ্ডবে তোলপাড় হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। করোনায় দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছিল দেশটিতে। তবে এবার স্বস্তির খবর পেয়েছে দেশটি। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় নতুন করে কোনো আক্রান্ত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।


এই ঘটনাকে ইতিবাচক হিসেবেই দেখছে তারা। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৬৩৮ জন। অপরদিকে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ৬৮৫ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৯১৩ জন।


প্রথমদিকে ইরানে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকহারে বাড়ছিল। বিভিন্ন দেশ থেকে ইরানে গিয়েছেন এমন নাগরিকরাও করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় ৬ষ্ঠ অবস্থানে রয়েছে ইরান। এখন পর্যন্ত ১৯২টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।


এদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ইরানকে সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের এই সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এমএম/এমএইচ/বাংলাবার্তা