Thursday, November 13, 2025
Homeআন্তর্জাতিকযেভাবে করোনা জয় করলেন ১১৪ বছর বয়সী বৃদ্ধ?

যেভাবে করোনা জয় করলেন ১১৪ বছর বয়সী বৃদ্ধ?

নিউজ ডেস্ক:
করোনাভাইরাস আক্রান্ত হয়েও সেরে উঠেছেন ইথিওপিয়ার এক বৃদ্ধ – যার বয়স অন্তত: ১০০ বলে মনে করা হয়। যেভাবে তিনি সেরে উঠেছেন, তা সত্যি অবিশ্বাস্য – বলছেন তার চিকিৎসা করা ডাক্তারদের একজন।
 
আবা তিলাহুন ওল্দেমাইকেলের পরিবার বলেন তার বয়স ১১৪ – তা যদি ঠিক হয় তাহলে তিনিই এখন পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি। কিন্তু সেটা নিশ্চিত করার মতো কোন ‘বার্থ সার্টিফিকেট’ নেই। মনে করা হয়, যাদের বয়স ৮০ বা তার বেশি তাদের করোনাভাইরাস সংক্রমণ হলে মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি।
 
শতবর্ষী এই বৃদ্ধ এখন বাড়ি ফিরে গেছেন। এখন তার দেখাশোনা করছেন তার নাতি। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবার যে মহল্লায় আবা তিলাহুন থাকেন, সেখানে এক করোনাভাইরাস টেস্টিং কর্মসূচি চালানোর সময় তার সংক্রমণ ধরা পড়ে।
 
তার দেহে কোন উপসর্গ দেখা দেবার আগেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়, বিবিসিকে বলছিলেন ডাক্তার হিলুফ আবাতে। এর ফলে ডাক্তারদের দলটি একেবারে শুরু থেকেই এই বৃদ্ধকে নজরে রাখা এবং চিকিৎসা করার সুযোগ পান।
 
ইয়েকা কোতেবে হাসপাতালে গুরুতর করোনাভাইরাস রোগীদের ওয়ার্ডে ভর্তি করা হয় আবা তিলাহুনকে। চার দিনের মধ্যেই তার তার শরীর ভাইরাসের দখলে চলে যায়। তার অবস্থা খারাপের দিকে যেতে থাকে, এবং তাকে অক্সিজেন দেয়া শুরু হয়, বলেন ডাক্তার হিলুফ।
 
সব মিলিয়ে আবা তিলাহুন ১৪ দিন হাসপাতালে ছিলেন। এর মধ্যে এক সপ্তাহ ধরেই তাকে অক্সিজেন দেয়া হয়।
ইথিওপিয়ায় করোনাভাইরাস ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশটিতে ৫ হাজারেরও বেশি লোক ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে এবং মারা গেছেন ৮১ জন।
 
সূত্র: বিবিসি

এমডি/এমএইচ/বাংলাবার্তা

 
 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments