চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বলেছেন, আমরা পূর্ণাঙ্গ, হল,ফ্যাকাল্টি কমিটি করবোই। তোমরা দ্রুত কমিটির জন্য প্রস্তুতি নাও। তোমাদের আবেগ, আবেগের সিদ্ধান্ত এবং ভুল সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি৷ কিন্তু মনে রাখতে হবে আমরা মানুষ, আমাদের বিবেক দিয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, আমরা এ.বি.এম মহিউদ্দিন চোধুরীর অনুসারী এবং ব্যারিস্টার মহিবুল হাসান চোধুরী নওফেল ভাইয়ের অনুসারী। আমাদের কাছে আমাদের নেতার সম্মান অনেক বেশি মূল্যবান। তোমাদের পদ পদবী নিয়ে চিন্তা করতে হবে না। আমি তোমাদের সবাইকে চিনি।
রুবেল বলেন, তোমাদের খোঁজখবর আমার নেতা রাখেন। কোন যোগ্য কর্মী কমিটি থেকে বাদ যাবে না, আমার পছন্দের হোক কিংবা অপছন্দের হোক। যারা মহিউদ্দিন চোধুরীর নামে, নওফেল ভাইয়ের নামে এবং জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছেন তারা যেই হোন,আপনারা সর্বোচ্চ মূল্যায়ন পাবেন। তোমরা কে কার ছোট ভাই সেটা মূল বিষয় নয়, মূলবিষয় হল তোমরা আমার নেতা নওফেল চোধুরীর অনুসারী।
তিনি বলেন, তোমাদেরকে শান্ত ও সহনশীল থাকার অনুরোধ করছি এবং তোমাদের ভুল বুঝিয়ে যাতে কেউ ভুল পথে পরিচালিত করতে না পারে সে দিকে সজাগ থাকার আহবান জানাচ্ছি। তোমরা আমার ভাই,তোমাদের সকল ভুল আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখছি। তোমরা আগামীর ভবিষ্যৎ৷ তোমাদের হাতেই আগামীর নেতৃত্ব। তোমাদের হাতে কলম, খাতা ও ফুল শোভা পায়। কোন ভাবেই ঝাড়ু কাম্য নয়। যারা তোমাদের হাতে ঝাড়ু তুলে দিয়েছে তারা কোন ভাবেই তোমাদের মঙ্গল চায় না। তোমরা কারো প্রতি অন্যায় করিও না,তোমাদের প্রতি কেউ অন্যায় করতে গেলে আমি আমার বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছি।
ছাত্রলীগ সভাপতি বলেন, আসো বিশ্বাস ও ভালোবাসা নিয়ে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে নওফেল ভাই এবং দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। আমরা নওফেল ভাইয়ের একটিই পরিবার। সবাই আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন, যাতে কোনো অনুপ্রবেশকারী আমাদের ভিতর ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।